মোড়লগঞ্জ পৌরবাসী এখন সুপেয় পানির অভাবে ভীষণ বিপদাপন্ন : পৌর মেয়র

441
 আকাশ বৈরাগি সনেট, বাগেরহাট  জেলা প্রতিনিধি :

বাগেরহাটের পানগুছি নদীর তীরে মোড়লগঞ্জ পৌরবাসী এখন সুপেয় পানির অভাবে ভীষণ বিপদাপন্ন। লবনাক্ত এলাকা হবার কারনে নলকূপ স্থাপন করা সম্ভব হয়নি। তাছাড়া পি এস এফ এর মাধ্যমে কিছু পুকুরের পানি শোধন হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল তাই সুপেয় পানির সমস্যায় জীবনধারন খুবই কষ্টকর। বিভিন্ন ধরনের এন জি ও সহ বিভিন্ন সরকারী প্রকল্প এখানে ব্যর্থ হওয়ায় নতুন করে কেউ কোন উদ্যোগ নিচ্ছে না যার ফলে সাধারন মানুষ বাধ্য হয়ে লবনাক্ত পানি ব্যবহার এবং পান করছে যার ফলে ধীরে ধীরে স্বাস্থ্য ঝুঁকিতে পরছে শিশু বৃদ্ধ সহ সকল বয়সের মানুষ। মোড়লগঞ্জ পৌরসভার মেয়র এবং পৌর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মনিরুল হক তালুকদার আমাদের জানান, আমাদের এই এলাকাকে ২০১৬ সাল থেকে ২০১৭ সালের মধ্যে আমরা এই পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নিত হয়েছি সত্য কিন্তু প্রথম শ্রেনির সম্পূর্ণ নাগরিক সেবা আমরা এখনো দিতে সক্ষম হই নি। তার কারন এই সিডর আইলা বেস্টিত এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে মানুষ বেচে থাকে। তাই এই সব দুর্যোগে আমাদের যে ক্ষতি হয়েছে তা আমরা এখনো কাটিয়ে উঠতে সক্ষম হইনি। এবং আপনারা জানেন যে ভৌগলিক কারনে উন্নয়ন সবজায়গায় করা সম্ভব হয়নি। তার কারন এই পৌর সীমানার মাঝখান দিয়ে বয়ে গেছে পাঙ্গুছি নদী। আমাদের সেই পানগুছি নদীর উপর স্বপ্নের ব্রিজের জন্য ইতিমধ্যেই ৫০০ কোটি টাকা বাজেট হয়েছে এবং খুব দ্রুতই কাজ শুরু হবে। তাই আমাদের এই দক্ষিণাঞ্চলের প্রানের দাবি ও স্বপ্ন পুরনের পদক্ষেপ নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বাগেরহাট তথা দক্ষিনাচলের রাজনৈতিক অভিভাবক শেখ হেলাল এম পি এবং ডাঃ মোজাম্মেল হক এম পির নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের দাবি একটাই , আমাদের এই সুপেয় পানির ব্যবস্থা করে মোড়লগঞ্জ বাসীর পক্ষ থেকে সমস্যা সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।