পরিকল্পিত আধুনিক উপজেলা গড়তে চাই : নুরুল হক লিপন

617
আকাশ বৈরাগী সনেট, জেলা প্রতিনিধি-বাগেরহাট

রামপালে সংবাদ সম্মেলনে মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত পরিকল্পিত আধুনিক উপজেলা গড়ার প্রত্যাশা জানান রামপাল উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল হক লিপন।তিনি আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন । সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা জানেন বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল ।সেই ধারাবাহিকতায় আমাদের এই রামপালের প্রানপ্রিয় নেতা কে সি সি মেয়র তালুকদার আব্দুল খালেক, যার ছোঁয়ায় এই রামপালের নাম সর্বত্র পরিচিতি পেয়েছে তাদের হাত ধরে আমি আশা রাখি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে রামপালের উন্নয়নের গতি আরও বৃদ্ধি পাবে। মাদকমুক্ত,সন্ত্রাসমুক্ত একটি পরিকল্পিত দুর্নীতিমুক্ত আধুনিক উপজেলা গড়তে চাই। গতানুগতিক ধারার বাইরে বিশেষ কোন পরিকল্পনা আছে কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি এবং উপজেলা যুবলীগের যারা রয়েছেন তাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে একটি বিশেষ ব্যবস্থা গড়ে তুলব যাতে এ ধরনের অপকর্মকারীরা সুযোগ না পায়। এবং আমার তত্ত্বাবধানে তাদেরকে প্রশাসনের নিকট ধরিয়ে দিব। আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠন তার সাথে কাজ করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আওয়ামীলীগ ,যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ সহ সকল সহযোগী সংগঠন তার সাথে কাজ করছেন। রামপালের স্থানীয় বিভিন্ন সমাধানে তার ভুমিকার বিষয়ে তিনি বলেন, আমি ইতিমধ্যেই বিভিন্ন কাজ করেছি। তারমধ্যে উল্লেখযোগ্য হল তেতুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় খোলা মদের ভান্ডার বন্ধ করেছি, তাছাড়া বিভিন্ন মাদক ব্যবসায়ী এলাকার বাহিরে আছে।তাছাড়া এই উপজেলায় উন্নয়নমূলক কাজে চাঁদাবাজি হয় না। যার দরুন এলাকার উন্নয়ন তড়িৎ গতিতে এগিয়ে চলছে। এলাকার জলাবদ্ধতার এবং সুপেয় পানির যে অভাব তা সমাধানে সিনিয়র নেতাকর্মীদের সাথে আলাপ করে তার সমাধানের চেস্টা করব। রামপাল উপজেলাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আশা করি আগামী ৩১ মার্চ সকলে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং তালা মার্কায় ভোট দিয়ে এই রামপালের উন্নয়নে একজন কর্মী হিসেবে কাজ করার সুযোগ দিবেন।