কচুয়া উপজেলায় নির্বাচনে ব্যস্ত সময় কাটাচ্ছেন শেখ সুমন

640

আকাশ বৈরাগী সনেট, জেলা প্রতিনিধি- বাগেরহাট

বাগেরহাট-কচুয়া উপজেলায় আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ সুমন।    তিনি কচুয়া উপজেলা শ্রমিকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মাহফুজুর রহমানের একমাত্র সন্তান। ২০০৩ সালে কচুয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, পরবর্তীতে  উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এবং সবশেষে সভাপতি হিসেবে আছেন। ইতিমধ্যেই তিনি বিভিন্ন সামাজিক সংগঠন এর সাথে রয়েছেন যার মধ্যে উল্লেখযোগ্য হল কচুয়া উপজেলা সেচ্ছাসেবকলীগ ব্লাড ব্যাংক। এই ব্লাড ব্যাংকের মাধ্যমে তিনি প্রায় ৫০০০ রোগীকে রক্ত সরবরাহ করতে সক্ষম হয়েছেন।

মানবতার এই সেবার বিষয়ে জানতে চাইলে তিনি সিআইএনটিভি২৪কে  বলেন, আমার ইতিপূর্বে কখনো রক্ত দেয়ার অভ্যাস ছিল না। ঘটনাক্রমে একদিন হাসপাতালে গেলে সেখানে আমি দেখতে পাই একজন রোগী রক্তের অভাবে মুমূর্ষু অবস্থায় রয়েছে। তখন আমি রক্ত দেয়ার প্রস্তুতি নিতে নিতে সেই রোগীটি মারা যায় এবং সেই ঘটনাটি আমার মনে দাগ কেটে যায়। তারপর থেকেই আমার এই সেবায় নিয়োজিত হওয়া। আমি এরপর শপথ করেছি যতদিন বেঁচে আছি অন্তত পক্ষে আমি এই রক্ত সংগ্রহের কাজ করে যাব। নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় পর্যন্ত আমার নির্বাচন করার ইচ্ছা ছিল না। এর আগে আমি কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক নির্বাচিত হই। সংসদ নির্বাচনে আমাদের প্রানপ্রিয় নেতা শেখ সারহান নাসের তন্ময় এর নেতৃত্ব থেকে আমি বুঝতে পারলাম যে আমাদের তরুনদের ও কিছু দায়বদ্ধতা রয়েছে। একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, জঙ্গিমুক্ত উপজেলা গড়তে আমরা তরুনরাই পারি। পাশাপাশি আমাদের মানবতার মা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গ্রাম হবে শহর ইশতেহার বাস্তবায়নে একজন কর্মী হিসেবে কাজ করতে চাই। সেই উদ্দেশ্যেই আমার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করা। কচুয়া উপজেলাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব তাতে আমি উপজেলা নির্বাচনে জয়ী হই বা না হই। আগামী ৩১ মার্চ আপনারা উৎসবমুখর পরিবেশে ভোট উৎসব করে ভোট প্রদান করে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন যাতে আমি আজীবন আপনাদের খেদমত করতে পারি।