লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা অপরিহার্য : এম পি রনজিত কুমার রায়

636

আবু দাউদ ইমরান-ডেক্স রিপোর্ট /  ছবি : জসিম  উদ্দিন  সেখ

জাতীয় সংসদের এম.পি রনজিত কুমার রায় বলেন ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় অংশগ্রহণ করা অপরিহার্য । তিনি আরো বলেন, খেলাধূলা ও শরীরচর্চা করা হলে স্বাস্থ্যের উন্নতি হয়। তাই প্রতিটি মানুষ কাজের পাশাপাশি খেলাধূলায় বা শরীরচর্চায় মনোনিবেশ করা উচিত। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতিটি সেবা মূলক সংগঠনকে এগিয়ে আসতে হবে।
অভয়নগরের মুজিবর রহমান মল্লিক স্পোটিং ক্লাব, ডি.আই.এন.জি এস উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়, নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মল্লিক সোলায়মান কিন্ডার গার্টেন স্কুলের যৌথ উদ্যেগে ৩ দিন ব্যাপি ৪৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাবেক জাতীয় খেলোয়াড় নজির আহমেদ মল্লিকের সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অথিতির বক্তব্যে এমপি রনজিত এ কথা বলেন।
আজ শুক্রবার বিকাল ৪টায় যশোর অভয়নগরে নাউলী গ্রামে অবস্থিত ডি.আই.এন.জি এস উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ে সবুজ চত্ত্বরে ৩দিন ব্যাপি ৪৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপনি দিনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে যশোর-৪ আসনের এমপি রনজিত কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রীড়াবিদ প্রথম সাফগেমস্ স্বর্ণপদক প্রাপ্ত এ্যাথলেট মুজিবর রহমান মল্লিক। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডি.আই.এন.জি এস উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম ইব্রাহিম হোসেন, নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুজিবর রহমান, মুজিবর রহমান মল্লিক স্পোটিং ক্লাবের সভাপতি এস এম সরাফত হোসেন ও মল্লিক সোলায়মান কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক এ এম আশরাফুজ্জামান,  নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এম এম আনোয়ারুল ইসলাম,  আওয়ামীলীগ নেতা দুলাল চন্দ্র অধিকারী ও ৮নং সিদ্দিপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাফর (প্রমুখ)।
উল্লেখ্য, এমপি রনজিত কুমার রায় স্কুল অবকাঠামগত উন্নয়নে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। জঙ্গি তৎপরতা, মাদক নির্মূল , সন্ত্রাস বিরোধী কার্যক্রম তরান্বিত করছেন। বিশেষ করে বাংলাদেশে উন্নয়নের বিপ্লব ঘটেছে ।