ফুলতলায় মাদক ব্যবসায়ি মিন্টু আটক: পুলিশ ও আসামী সড়কদূর্ঘটনায় আহত

288

মো. আলামিন খাঁন, ক্রাইম রিপোর্টার-খুলনা

খুলনার-আটরাস্থ মশিয়ালী গ্রামের রউফ মোল্যার পূত্র মিন্টু  মোল্যা (৩৪) কে গাঁজা সহ আজ মঙ্গলবার ফুলতলা থানা পুলিশ আটক করে । আটকের পর পুলিশ পথেরবাজার নামক স্থানে পথমধ্যে সড়ক দূর্ঘটনা শিকার হয়। এ সময়  গ্রেফতারকৃত আসামী মিন্টু  মোল্যা সহ ফুলতলা থানার এ এস আই পিয়ারু (৩৪) মোটরসাইকেল নিয়ে সড়ক দূর্ঘটনায় আহত হয়। আহত দুইজনকে স্থানীয়দের সহায়তায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ফুলতলা থানার এস আই মাহমুদউল্লাহ জানান,  গোপন সংবাদের ভিত্তিতে মিন্টুকে গাঁজা সহ আটক করা হয়। এ সময় মিন্টুকে আটক করে মোটরবাইকে থানায় নিয়ে আসার সময় আসামী মিন্টু সহ আমাদের এক পুলিশ কর্মকর্তা আহত হয়। আহতবস্থায় দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলতলা থানার ওসি মনিরুল ইসলাম মিন্টুর আটকের বিষয় নিশ্চিত করেন।

উল্লেখ্য, দীর্ঘ দিন যাবৎ মিন্টু মশিয়ালীগ্রামের কথিত মিনা বাজার নামকস্থানে  রমরমাভাবে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। সূত্রে জানাযায়, মশিয়ালী মিনা বাজার এখন মাদকের অভয়ারন্য হিসেবে রুপ নিয়েছে। বেশ কয়েকটি মাদক ব্যবসায়ি সিন্ডিকেট ওই স্থানে মাদকের  স্পট হিসেবে বেছে নিয়েছে।

সচেতন মহল মনে করেন , মশিয়ালী মিনাবাজারে পুলিশি তৎপরতা আরো বৃদ্ধি করা হলে মাদকের কালো ছাঁয়া অনেকটা সরে যাবে।