মির্জাগঞ্জকে মডেল উপজেলায় রূপান্তরিত করতে চাই : ফারাজানা ইসলাম খন্দকার

210

পটুয়াখালী থেকে আকাশ বৈরাগী সনেট, ক্যামেরায় : আরিফুর রহমান

মানুষ মানুষের জন্য এ উপলব্ধি অনেকের মাঝেই নেই। আর নেই বলেই মানব সেবার মহৎ কাজে করোর তেমন আগ্রহ দেখা যায় না। মানব সেবার নামে আত্নসেবার প্রবনতাই এদেশে বেশি চোখে পরে বেশি। মানব সেবা থেকেই সমাজ সেবার প্রশ্নটি এসে যায় । এ দেশে এমন অনেক ব্যক্তিত্ব রয়েছেন যারা আসলে মানব সেবায় যথেষ্ট আন্তরিক। আল্লাহর সৃষ্টির মানুষের সেবাকেই তারা পরম ধর্ম বলে বিশ্বাস করেন। এধর্ম পালনের লক্ষ্যেই তারা সমাজসেবামূলক সংগঠন গড়ে তোলেন একান্তভাবে নিজের উদ্যোগে। আসলে সমাজসেবা করা একটি মহৎ এবং কঠিন কাজ। শুধু অর্থবিত্ত থাকলেই সমাজসেবা করা যায় না বা সমাজসেবক হওয়া যায় না, আবার অর্থ বিত্ত না থাকলেও সমাজসেবকের পরিচিতি লাভ করা যায়। এটা নির্ভর করে মন ও মানসিকতার উপর। এই তাগিদবোধ থেকেই জরিয়ে যান তারা সমাজসেবার কাজে। এমনি একজন সমাজ সেবক ও রাজনীতিবিদ আমরা পেয়েছি যিনি তারুণ্যে উদ্যম আর অফুরন্ত প্রানশক্তির অধিকারী , সৎ গুণাবলির মানুষ ও জনকল্যাণে নিবেদিত প্রান, দলমত নির্বিশেষে সর্বসাধারণের অত্যন্ত আপনজন, গরীব দুঃখী মেহনতী মানুষের বন্ধু, সময়ের শ্রেষ্ঠ সাহসী সন্তান,শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক ফারাজানা ইসলাম খন্দকার ।

তিনি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সক্রিয় ভাবে নিয়োজিত আছেন। তার সাথে আলাপনে তিনি cintv24.com কে বলেন,আমি ছাত্র জীবন থেকেই দুঃখী মানুষের কষ্টে যতটুকু পারতাম তাদের সহায়তা করতাম। পরবর্তীতে সাধারন মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই রাজনীতির সাথে আমি জরিয়ে পড়ি। তাদের দুখ কষ্ট দূর করার জন্যই সমাজসেবার কাজে আসা।আমি নির্বাচিত হলে প্রথমে আমার ইচ্ছা একটি দুর্নীতিমুক্ত সেবার লক্ষ্যে কাজ করাতাছাড়া আমি নারীদের অধিকার আদায়ে এখন যেমন আছি তার চেয়ে বেশি সক্রিয় ভাবে কাজ করতে পারব। আমি নির্বাচিত হলে প্রথমে একটি পরিচ্ছন্ন উপজেলার নাগরিক সেবা নিশ্চিত করব।ভোটারদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, মির্জাগঞ্জ উপজেলার যারা ভোটার রয়েছেন তারা কোন গুজবে কান দিবেন না। আশা করি আগামী ৩১ শে মার্চ একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে। আপনাদের বিবেকে যদি মনে হয় আমাকে যোগ্য তাহলে আমার পাশে থাকবেন এবং আপনাদের ভোট আপনারাই দেবেন। কারন ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করা আপনাদের অধিকার। আপনাদের এই পবিত্র আমানত ভোট অবশ্যই যে যোগ্য তাকে দিবেন এবং সবাই ভাল থাকবেন। আশা করি নির্বাচিত হতে পারলে একটি পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে পারব।আগামী ৩১ শে মার্চ আমাকে পদ্মফুল মার্কায় ভোট দিয়ে খেদমত করার সুযোগ দিবেন।