ছোট বাইশদিয়া বিএম ইন্সটিটিউট এমপিও করতে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা

232
পটুয়াখালী থেকে আকাশ বৈরাগী সনেট, ক্যামেরায় : আরিফুর রহমান
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার প্রথম ও একমাত্র কারিগরি কলেজ  ছোট বাইশদিয়া বি এম ইন্সটিটিউট। এটি স্থানীয় ইউ পি চেয়ারম্যান এ বি এম আব্দুল মান্নান হাওলাদারের নিজস্ব প্রচেষ্টা ও অর্থায়নে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। গত বছর এই প্রতিষ্ঠানটি স্বীকৃত পেলেও এখনো পায়নি তেমন কোন সরকারী অনুদান। এই প্রতিষ্ঠানটি নিয়ে এলাকাবাসীর অনেক স্বপ্ন থাকলেও এম পিও ভুক্ত না হলে স্থানীয় ছাত্র ছাত্রীরা পাবে না কারিগরী শিক্ষার সুযোগ। কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সাথে আলাপনে তিনি বলেন , জেলা পরিষদের কিছু বরাদ্দ এবং এ ডি পির কিছু বরাদ্দে হয়েছে নতুন করে সংস্কার। স্থানীয় এন জি ও এর মাধ্যমে দেয়া হয়েছে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থা। এল জি এস পির একটি বরাদ্দ থেকে একটি কম্পিউটার ও প্রিন্টার দেয়া হয়েছে। এই দিয়েই চলছে প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম। ২০১৮ সালে এইচ এস সি  পরীক্ষায় এই রাঙ্গাবালী উপজেলার একমাত্র জি পি এ ৫ এসেছে এই প্রতিষ্ঠান থেকেই। মোট ৫৬ জন শিক্ষার্থীর মাঝে ৫৩ জন পাশ করে। এ বছর এইচ এস সি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৪৫ জন। এই কারিগরি শিক্ষার প্রসারের জন্য রাঙ্গাবালী উপজেলার এই কলেজকে যেন এম পি ও ভুক্ত করা হয় তার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী ড দিপু মনি এবং আমাদের মানবতার মা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।