বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা হবে রাঙ্গাবালী : দেলোয়ার হোসেন

214
আকাশ বৈরাগী সনেট :

সৃষ্টিশীল কল্যানমূলক কাজ সবাই করতে পারে না তন্মধ্যে কেউ না কেউ এ কাজ আমৃত্যু কাজ করার বাসনা নিয়ে এ সংগ্রাম মুখর জীবন উপভোগ করে যায়।  মানুষেরর কল্যানের চিন্তায় বিভোর একটি সত্ত্বা প্রতিনিয়ত এভাবেই মানুষের জন্য কিছু করার জন্য ব্যাকুল থাকে। তার নিষ্ঠা ধ্যান ধারণা এর একাগ্রতার ফলে তিনি একসময় সুনির্দিষ্ট লক্ষ্যে পৌছতে  পেরেছেন। মানুষের অগাধ ভালবাসা শ্রদ্ধা পেয়েছেন আর একই সাথে জনপ্রিয়তার উচ্চ শিখরে আহরন করতে পেরেছেন দেলোয়ার হোসেন। তিনি রাজনৈতিক ভাবে বাংলাদেশ আওয়ামীলীগ পটুয়াখালী উপজেলা শাখার কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৭ সালে উপ নির্বাচনে তিনি নির্বাচিত হয়ে তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।  প্রধানমন্ত্রীর ইশতেহার গ্রাম হবে শহর তা বাস্তবায়নে এই উপজেলার প্রেক্ষাপটে কতটুকু চ্যালেঞ্জের কাজ   জানতে চাইলে তিনি cintv24.com

কে বলেন , আসলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দূরদৃষ্টি সম্পন্ন একজন ব্যক্তিত্ব যিনি ২০ বছর পর কি হবে তা এখন ভাবছেন। আসলে গ্রাম হবে শহর তা একটি বাস্তবমুখী উদ্যোগ। তার কারন আমরা একটি অবহেলিত দ্বীপে বসবাস করি। প্রচুর সম্ভাবনাময় এই অঞ্চলকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। আমাদের এখানে ৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল প্রস্তাবনায় রয়েছে। তাছাড়া নতুন করে ৫০ কি মি রাস্তা পাকা করনের জন্য টেন্ডারের অপেক্ষায় । পায়রা বন্দরী হবার পর মাস্টার প্লানের মাধ্যমে এই এলাকাকে একটি পর্যটন নগরীতে রূপান্তরিত করার মাস্টার প্লান তৈরী হচ্ছে। এখন শুধু প্রয়োজন বিদ্যুতের। এই বিদ্যুৎ পেলেই আমাদের সকল কাজের গতি বৃদ্ধি পাবে। তাই আমি মনে করি আগামী ৫ বছরে এই উপজেলা হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা।

 বর্তমানে এই এলাকায় সম্ভাবনাময় খাত কোনটি,জানতে চাইলে তিনি cintv24.com

কে বলে্,আমাদের এই এলাকায় এখন সম্ভাবনাময় দিক হল তরমুজ। এর উপর আগামীতে আরও বেশি নজরদারী বাড়ানো উচিত এবং ইতিমধ্যে সরকার ২০০ জন তরমুজ চাষিকে প্রশিক্ষন দেয়া হয়েছে। দেশের অর্থনীতিতে আশা করি আমরা আগামীতে অবদান রাখতে পারবো।