আগামীকাল রোববার তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোটগ্রহণ

176

আগামীকাল  রোববার দেশের ১১৭ উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের নির্বাচন। আজ শনিবার সকালে ১১৭ উপজেলা  পরিষদগুলোতে সিল, ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যায়। সেখান থেকে প্রিজাইডিং কর্মকর্তারা এসব সামগ্রী বুঝে নিচ্ছেন। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রের দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে। তৃতীয় ধাপে রংপুর, বরিশালসহ ২৫ জেলার ১১৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ৩৫৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬০৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে, চেয়ারম্যান পদে ৩৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।