খুলনায় বায়রা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ভবনে আগুন

252
মোঃ আলামিন খান – খুলনা
আজ (২৪ মার্চ) রবিবার সকাল ৯ টার সময়    খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় স্কুল ভবনের চারতলায় বায়রা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর অফিস কক্ষে আগুন লেগে যায়। এতে অফিস কক্ষের মালামাল, ফ্রিজ, বৈদ্যুতিক যন্ত্রাংশ ও কাগজপত্র পুড়ে যায়। ওই সময় ভবনের তিনতলায় রোজডেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শ্রেনি কার্যক্রম চলছিল। আগুন লাগার ঘটনায় শিশু শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রচন্ড ধোয়ার মধ্যে শিক্ষক ও অভিভাবকরা তাদেরকে ভবনের নিচে নামিয়ে আনেন। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ভবনের তিনতলায় রোজডেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্লে গ্রুপ ও নার্সারীর শ্রেনি কার্যক্রম চলছিল। আগুনের ধোয়া ও চারপাশের ছোটাছুটিতে শিশুদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। শিক্ষা প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল এ কে এম জাকারিয়া বলেন, ওই সময় প্রায় দেড়শ’ শিশু শিক্ষার্থী ওই স্থানে ক্লাস করছিল। তবে শিক্ষক ও অভিভাববকরা তাদের নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. সাঈদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভবনটিতে আগুন প্রতিরোধের নিজস্ব কোন ব্যবস্থা নেই। ক্ষুব্ধ অভিভাবকরা ভবনটি থেকে এনজিও ও লাইফ ইন্সুরেন্সের কার্যক্রম সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন।