সাতক্ষীরা সদর উপজেলায় চেয়ারম্যান বাবু, ভাইস চেয়ারম্যান সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর নির্বাচিত

372

সাতক্ষীরা থেকে বদরুজ্জামান খোকা:

সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত সাতক্ষীরা উপজেলা। এই উপজেলায় অন্য কোনো রাজনৈতিক দল নিবার্চনে অংশ না নিলেও আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নিজেরাই। ২৪ মার্চ সকাল ৮ টা হইতে বেলা ৪ টা পর্যন্ত কোনরকম দুর্নীতি বা ব্যালট পেপার কাটাছেঁড়া ছাড়াই সুস্থ সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে সাতক্ষীরা উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে ১৩৭ কেন্দ্রের মধ্যে ১৩০ কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে এগিয়ে ও নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে আসাদুজ্জামান বাবু। তিনি ভোট পেয়েছেন ৬০ হাজার ছয় শত ৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন পেয়েছেন ৩২ হাজার ৩৮৪ ভোট। এবং বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ পেয়েছেন ২৪ হাজার ৭০৫ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে ও নির্বাচিত হয়েছেন এস এম মারুফ তানভীর হোসাইন সুজন টিউবওয়েল প্রতিক নিয়ে। তার প্রাপ্ত ভোট ৪২ হাজার ৪৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান তালা প্রতীক নিয়ে ৩২ হাজার ০৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ১৫০২৭ ভোট। এবং রাশেদুজ্জামান রাশি চশমা প্রতীক নিয়ে ১১১০১ ভোট। অ্যাডভোকেট তামিম আহম্মেদ সোহাগ টিয়া পাখি নিয়ে ৯ হাজার ৩৭৩ ভোট। এবং আক্তার হোসেন উড়োজাহাজ প্রতীক নিয়ে ৬ হাজার ৯০৪ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমানে সাতক্ষীরা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর রহমান প্রজাপতি নিয়ে পুনারায় ৫৮২০৯ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহমিনা ইসলাম কলস প্রতীক নিয়ে ২৯ হাজার ৬৩৫ ভোট। এবং শাপলা ফুটবল প্রতীক নিয়ে ২৭ হাজার ২৭৯ ভোট। এই নির্বাচনের ফলে সাতক্ষীরা সদর উপজেলার বর্তমান নৌকা প্রতীক নিয়ে আসাদুজ্জামান বাবু পুনরায় নির্বাচিত হওয়াই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা দেয়া হচ্ছে। এ বিষয়ে বাবু বলেন তাকে নির্বাচন করাই সকলের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন,ও সর্ব সাধারণের পাশে থাকার ও সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।