ফকিরহাটে রাত পোহালে উপজেলা পরিষদ নির্বাচন , অপরাধ রোধে প্রশাসন সর্বদা প্রস্তুত

246

ফকিরহাট থানা প্রতিনিধি : 
ফকিরহাটে রাত পোহালে উপজেলা পরিষদ নির্বাচনে থানা প্রশাসন ও আনসার ভিডিপিরা অপরাধ রোধে সর্বদা প্রস্তুত রয়েছেন। জানা যায় ফকিরহাট উপজেলায় পরিষদ নির্বাচনে ৮টি ইউনিয়নে ৪২টি ভোট কেন্দ্র রয়েছে। এসব ভোট কেন্দ্রে কোন ঝুকিপূর্ণ আছে কিনা জানতে চাইলে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাহিদ ইকবাল ও উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মোঃ মিলন মিয়া জানান, ফকিরহাটে ৮টি ইউনিয়নের ৪২টি ভোট কেন্দ্র রয়েছে এখনও পর্যন্ত কোন ঝুকিপূর্ণ কেন্দ্রের খবর পাওয়া যায়নি। আনসার ও ভিডিপির প্রতিটি কেন্দ্রে ১ জন পিসি , ১জন এপিসি সহ ৬ থেকে ৮ জন সদস্য সদস্যা রয়েছে। এভাবে ৪২টি কেন্দ্রে মোট আনসার ভিডিপির সদস্য-সদস্যারা রয়েছে ৫০৪ জন । পুরুষ সদস্য রয়েছে ২৫২ জন , মহিলা সদস্য রয়েছে ১৬৮ জন। পিসি ৪২ জন, এপিসি ৪২ জন এছাড়া থানা প্রসাশনও রয়েছে ওসি বলেন। থানা প্রশাসন ও র‌্যাব টহল জোরদার অব্যাহত রয়েছে। নির্বাচনে কোন বিঘ্নকারীকে কোন ছাড় দেওয়া হবে না। যে কোনরকম অপরাধ দমনে প্রশাসন সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।