খুলনায় ২টিতে আওয়ামীলীগ , বাকি ৪টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

366

খুলনা ব্যুরো

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে খুলনার বেশিরভাগ উপজেলায় নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেছেন।

খুলনার রূপসা ও পাইকগাছা উপজেলায় নৌকার প্রার্থী জয়লাভ করেছেন। তেরখাদা, দাকোপ, কয়রা ও দীঘলিয়া উপজেলায় স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতারা জয় পেয়েছেন। এ ছাড়া বটিয়াঘাটা উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল আলম খান ও ফুলতলা উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী আকরাম হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে দ্বন্দ্বের কারণে ডুমুরিয়ায় ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

খুলনার ৮টি উপজেলায় রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোটার উপস্থিতি ছিল কম।

বেসরকারি ফলাফল অনুযায়ী, রূপসা উপজেলায় নৌকা প্রতীকে কামাল উদ্দিন বাদশা ২৯ হাজার ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে আলী আকবার পেয়েছেন ১২ হাজার ৯৫৭ ভোট।

তেরখাদা উপজেলায় দোয়াতকলম প্রতীকে আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম ৩২ হাজার ৫৩৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু পেয়েছেন ১৬ হাজার ৩০ ভোট।

কয়রা উপজেলায় আনারস প্রতীকে ৪৪ হাজার ৭৭ ভোট পেয়ে এস এম শফিকুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে জি এম মহসিন রেজা পেয়েছেন ৩৮ হাজার ৮৩০ ভোট।

এ ছাড়া দাকোপ উপজেলায় চিংড়ি মাছ প্রতীকে মুনসুর আলী খান, পাইকগাছায় নৌকা প্রতীকের গাজী মোহাম্মদ আলী ও দীঘলিয়ায় আনারস প্রতীকে শেখ মারুফুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বিএনপিসহ তাদের নেতৃত্বাধীন জোট উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না।

সৌজন্যে : রাইজিংবিডি