সকল ক্ষেত্রে শিশুদের অগ্রাধিকার দিতে হবে : কেসিসি মেয়র

269
খুলনা  থেকে মোঃ আল-আমিন খাঁন

শনিবার সকালে খুলনায় শিশু একাডেমি চত্ত্বরে পহেলা বৈশাখ উপলক্ষে তিন দিনব্যাপী শিশু আনন্দমেলা, শিশু নাট্য উৎসব ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এ সময় সিটি মেয়র বলেন, সকল ক্ষেত্রে শিশুদের অগ্রাধিকার দিতে হবে। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভালবাসতেন এজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ঘোষণা করেছেন। সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মন বিকশিত হবে। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এতে শিশুশিল্পী আফিয়া তাসমিন বক্তৃতা করেন। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি, খুলনা এই অনুষ্ঠানের আয়োজন করে।