খুলনায় শিশু আনন্দমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

205

খুলনা অফিস
পহেলা বৈশাখ উপলক্ষে তিন দিনব্যাপী শিশু আনন্দমেলা, শিশু নাট্য উৎসব ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ (সোমবার) বিকেলে খুলনা শিশু একাডেমি চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইসরাত জাহান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা ইউনিসেফ এর চিফ ফিল্ড অফিস মোঃ কফিল উদ্দিন। স্বাগত জানান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি, খুলনা এই অনুষ্ঠানের আয়োজন করে।

অতিথিরা বলেন, শিশুরাই আগামী দিনের কর্ণধর। তারা ভবিষ্যতে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। শিশুদের অবহেলা করার কোন সুযোগ নেই। পড়াশুনার পাশাপাশি সকল শিশুকে সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্ব দিতে হবে। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশুর মনের বিকাশ ঘটবে। সরকার শিশুদের উন্নয়নে বিভিন্ন ধরণের কর্মসূচি বাস্তবায়ন যাচ্ছে। তাদের উন্নয়নে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।

পরে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।