শাহবাগে নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদের মধ্যে দিয়ে শুরু নববর্ষ

259

আরিফুর রহমান, স্টাফ রিপোর্টার

গতকাল রোববার শাহবাগে জাতীয় যাদুঘরের সম্মুখে নাগরিক প্রতিবাদের মাধ্যমে শুরু হল নতুন বছর। নাগরিক প্রতিবাদের ব্যানারে প্রতিকার না হলে প্রতিবাদ শ্লোগানে জাতীয় পতাকা নিয়ে সাধারন নাগরিক প্রতিবাদ করে। সেখানে বিভিন্ন প্ল্যাকার্ডে দেখা যায়, রাফির আগুনে পুড়ছে দেশ , মানবতার গল্প শেষ ; চুপ থাকা মানে মেনে নেয়া, বর্বরতাকে ছাড় দেয়া; রাফি মানে মাথা নত না করা ;আওয়াজ তোলো ঘরে রাস্তায়, আওয়াজ তোলো সংসদে, রাফিরা কেন পুড়বে, জবাব কি দেবে মসনদে সহ বিভিন্ন স্লোগান।গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে নিজকক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। ওই ঘটনার পর থেকে তিনি কারাগারে। এ ঘটনায় রাফির মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। গত ৬ এপ্রিল (শনিবার) সকালে রাফি আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান। এ সময় মাদরাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের উপর কেউ মারধর করছে- এমন সংবাদ দিলে তিনি ওই বিল্ডিংয়ের চার তলায় যান। সেখানে মুখোশ পরা চার-পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। রাফি অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। সেই মাদ্রাসাছাত্রী রাফির শরীরে আগুন দেয়ার পর ৪ দিন যুদ্ধ করে অবশেষে ১০ ই এপ্রিল মৃত্যু বরন করে। তার সুবিচারের দাবিতে ফুসছে সারা দেশ। তারই ধারাবাহিকতায় নতুন বছরের শুরু হল সাধারন নাগরিকের প্রতিবাদের মাধ্যমে। প্রতিকার না হলেই হোক প্রতিবাদ।