কান্ডারী

255

কান্ডারী
কবি : আব্দুর রাজ্জাক

এখনো তিমির রাত ঘোর অমানিষা
ভোরের আলোর সূর্য উদিত হবে কবে?
কখন সে কার ডাকে এমন কে কালজয়ী
জাতীর কান্ডারী হয়ে জাতির পিতার মতো,
এ আঁধার দূর করে দেবে
এনে দেবে নতুন প্রভাত।
সময় এসেছে আজ আঁধারের কবল থেকে
জাতিকে রক্ষা করার।
জাতি শঙ্কিত আজ আঁধারের ভর করে।
বেরিয়ে আসা জীব জানোয়ার
কত উদ্ভট চেহারা তাদের
কতো হিংস্র তারা কতো না ভয়ংকর।