খুলনায় ল্যাটেক্স প্লান্টে ৭০% স্থানীয়দের চাকরি দাবিতে প্রতিবাদসভা

325

খুলনা থেকে আবু দাউদ ইমরান

রোববার বিকাল সাড়ে ৪টায় খুলনার খানজাহান আলী থানাধীন মাত্তমডাঙ্গা অবস্থিত এসেনসিয়াল ল্যাটেক্স প্লান্টের সামনে  প্লান্টে ৭০% স্থানীয়  বেকার যুবকদের চাকরির দাবি সহ  মোট ৪দফা দাবি আদায়ের লক্ষ্যে লাঠি মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ প্রতিবাদ সভায় অন্যান্য দাবির মধ্যে ছিল ল্যাটেক্স প্লান্টকে সম্প্রসারণ , বহিরাগত শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা ও কর্মকর্তা কর্মচারিদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা। আজ বিকালে যশোর-খুলনা মহাসড়ক বিক্ষোভ মিছিল আকারে প্রদক্ষিন করার পর ল্যাটেক্স প্লান্টের সামনে মহাসড়কের দু’পাশে স্থানীয়রা সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, যৌক্তিক এ দাবী না মানলে তারা পরবর্তীতে এর থেকে বৃহত্তর কর্মসূচির  ঘোষনা দিবে। এ সময় আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আলহাজ্ব  শেখ আনছার আলী, ওয়ার্কাস পাটি নেতা  মোজাম্মেল হক, মানোয়ার  হোসেন মিয়া ,  আব্দুস সত্তার  মোল্যা, সৈয়দ জসিম, ইউপি সদস্য হুমায়ুন কবির, এস এম বখতিয়ার পারভেজ,  শেখ গোলাম কিবরিয়া মিন্টু, সাংবাদিক মনিরুজ্জামান বাবুল, শেখ আহ্সান কবির পলাশ, গাজী মনিরুজ্জামান মনু,  সোহেল  শেখ (প্রমুখ)

সমাবেশ  শেষে আন্দোলন কমিটির ৬ সদস্যের একটি টিমি খুলনার এ প্লান্টের কর্তৃপক্ষের সাথে  দেখা করেন।  আন্দোলন বাস্তবায়ন কমিটিরি আহবায়ক  শেখ মনিরুল ইসলাম জানান, আমরা আমাদের দাবি উপস্থাপন করেছি। তারা ব্যবস্থাপনা পরিচালকের সাথে আমাদের সরাসরি আলোচনার জন্য উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে কথা বলবেন।