জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় জইশ-ই-মোহাম্মদের মাসুদ আজহার

295

চীন আপত্তি তুলে নেয়ার পর জইশ-ই-মোহাম্মদের (জেইএম) নেতা মাসুদ আজহার সন্ত্রাসী তালিকায় যুক্ত করেছে জাতিসংঘের 1267 স্যাংশনস কমিটি।

বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন। এতে বলা হয়, ভারত ২০১৬ সাল থেকে আজহারকে এই তালিকাভুক্ত করার জন্য প্রচেষ্টা চালিয়ে আসছে।

জেইএম গত ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ওপর হামলার দায় স্বীকারের পর দেশটির প্রচেষ্টা আরও জোরদার হয়।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ভারতের প্রস্তাবটি সমর্থন করে স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। কিন্তু চীনের আপত্তি কারণে এই প্রক্রিয়া থেমে যায়।

এদিন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং জানান, নিষেধাজ্ঞা তালিকায় আজহারকে অন্তর্ভুক্তির প্রস্তাবটি পুনরায় পর্যবেক্ষণ করে এক্ষেত্রে বেইজিংয়ের যে আপত্তি ছিল, তা তুলে নেয়া হলো।

পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল নিশ্চিত করেছেন, জেইএমের নেতার ওপর আরোপকৃত নিষেধাজ্ঞা জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করবে পাকিস্তান। সৌজন্যে : আরটিভি অনলাইন