সাতক্ষীরার ভোমরা পেঁয়াজের ঝালে ধ্বংস হচ্ছে গাছ,নষ্ট হচ্ছে পরিবেশ

586

বদরুজ্জামান খোকা, জেলা প্রতিনিধি সাতক্ষীরা :

সাতক্ষীরার ভোমরা পেঁয়াজের ঝালে ধ্বংস হচ্ছে গাছ,নষ্ট হচ্ছে পরিবেশ। সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দরে পেঁয়াজের গন্ধে মানুষের যাতায়াত সহ বিভিন্ন প্রকার অসুবিধার সম্মুখীন হচ্ছে। তাছাড়া পচা দুর্গন্ধ পেঁয়াজ দিয়ে রাস্তার ধারে ফেলানো হচ্ছে। সেই রাস্তার পাশে সরকারি জায়গায় লক্ষ লক্ষ টাকার গাছ মরে ধ্বংস হয়ে যাচ্ছে। গাছ গুলো ধ্বংস হওয়ার সাথে সাথে রাস্তায় দুই ধার ফাঁকা হয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে দখল হয়ে যাচ্ছে রাস্তার দুই ধার। এবং পরিবেশ নষ্ট হয়ে সরকারের বিরাট আংশ ক্ষতির মধ্যে নিমজ্জিত হচ্ছে। রাস্তার দুই ধারে দিয়ে ব্যবসায়ীরা যেতে পারছে না। সবাই যেন মুখ ঢেকে চলাচল করছে। রাস্তার দুই ধারে গাছ মরে ফাঁকা হচ্ছে। বিজেপির বাঁশ কল এর পূর্ব দিকে ঠিক এক কিলোমিটার জুড়ে ফাঁকা রাস্তায় প্রণীত হয়েছে পচা দুগন্ধ। এভাবে যদি চলতে থাকে তাহলে পরিবেশ নষ্ট সহ নানা প্রকার রোগ ব্যাধি সম্মুখীন হতে হবে সাধারণ পথচারীদের। এ ব্যাপারে সি এন এফ এর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমাদের জানা নেই। তবে যদি কোন পেজ ব্যবসায়ী খোলা জায়গায় দুর্গন্ধ পচা পেঁয়াজ রাস্তার ধারে ফেলে রাখে তাহলে তাকে আমাদের অ্যাসোসিয়েশন এর মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আশে পাশের পথচারীসহ এলাকাবাসীর দাবি পচা দুর্গন্ধ পেয়াজ রাস্তার ধারে না ফেলে যদি ফাঁকা জায়গায় ফেলে তাহলে সকলের সুবিধা হয়। এব্যপারে ব্যবস্থা প্রয়োজন সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকা বাসি।