ভেজালমুক্ত খাবার বিক্রি করার আহবান জানিয়েছন কেসিসি মেয়র

247
মোঃ আলামিন খান  
পবিত্র মাহে রমজান উপলক্ষে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান। মহান আল্লাহ পাক মুসলমানদের জন্য এ মাসটিকে বিশেষ রহমতের মাস হিসেবে নির্ধারণ করেছেন। ফলে ইহকাল ও পরকালের কল্যাণে মুসলমানদের সঠিকভাবে রোজা পালন এবং এর পবিত্রতা বজায় রাখা সকলের দায়িত্ব। রমজানের প্রতি শ্রদ্ধা রেখে তিনি সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখা এবং ভেজালমুক্ত স্বাস্থ্যসম্মত খাবার বিক্রি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
সিটি মেয়র সংযম ও আত্মশুদ্ধির এ মাসে নগরীর অপরাধমূলক কর্মকান্ড দমনে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার মাধ্যমে সামাজিকভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এবং দুর্ঘটনা ও অনাকাঙ্খিত ট্রাফিক জ্যাম এড়াতে ট্রাফিক আইন মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান। পবিত্র রমজানে তিনি সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন।