খুলনার ৯ রাষ্ট্রায়ত্ত্ব পাটকল শ্রমিকদের অবরোধ চলমান,১৩ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট

321
মোঃ আলামিন খান , ডেক্স রিপোর্ট :
খুলনায় বকেয়া মজুরি দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকরা টানা কর্মসূচি পালন করছে। রমজানের মধ্যেও রোজা পালনের পাশাপাশি তীব্র তাপদহ উপেক্ষা করে তারা রাজপথ কাপাচ্ছেন। সেহরিতে ভাত খাচ্ছেন মরিচ পোড়া দিয়ে, আর সন্ধ্যায় কোনও রকমে ইফতার করছে রাজপথে বসে। আজ টানা ষষ্ঠ দিনের মত কর্মবিরতী পালন করছেন খুলনা যশোর অঞ্চলের ৯টি রাষ্ট্রায়ত্ত্ব পাটকল শ্রমিক। শ্রমিক পরিবারগুলোতে বিরাজ করছে হাহাকার। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) খুলনা যশোর আঞ্চলিক সমন্বয়কারী মো. সাজ্জাদ হোসেন জানান, পাটকল শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে। এতে মিলগুলোর উৎপাদন বন্ধ রয়েছে। খুলনা-যশোর অঞ্চলের পাটকলে শ্রমিকদের ৯ থেকে ১২ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। একই সঙ্গে কর্মকর্তা ও কর্মচারীদের ৩ থেকে ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। সব মিলিয়ে প্রায় ৫৯ কোটি টাকার মজুরি ও বেতন বকেয়া রয়েছে।
আলীম জুট মিলের সিবিএ সভাপতি সাইফুল ইসলাম জানান, ১২ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। শ্রমিকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। ক্রিসেন্ট জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, শ্রমিকরা ন্যায্য অধিকার আদায়ে রাজপথে নেমেছে। রুটি-রুজির দাবিতে আন্দোলন করছে। তাদের পেটে ভাত নেই আগামী ১৩ মে সোমবার থেকে সারাদেশের রাষ্ট্রায়ত্ত্ব পাটকলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ ধর্মঘট চলাকালে প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজপথ-রেলপথ অবরোধ এবং রাজপথে ইফতার করবে শ্রমিকরা