সাতক্ষীরায় ট্রাক উল্টে চালক নিহত

523

বদরুজ্জামান খোকা, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরা সদরের বাইপাস সড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে। আজ সকাল ৮ ঘটিকায় দিকে শহরের অদূরে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম মফিজুল ইসলাম (৩৫)। তিনি শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ভড়ভুড়িয়া গ্রামের মোহাম্মদ আলী গাইনের ছেলে। স্বজনরা জানায় ট্রাক চালক মফিজুল কুষ্টিয়া থেকে পোল্ট্রি ফিড ভর্তি ট্রাক চালিয়ে সাতক্ষীরা শ্যামনগরে যাচ্ছিল। সাতক্ষীরা আসার আগেই তিনি খুব ক্লান্ত  হয়ে পড়ে। এরপর তিনি এ সময় তার হেলপার মামুন কে দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। এবং হেলপারের বাম পাশে বসে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। একপর্যায়ে সাতক্ষীরা শহরের অদূরে বাইপাস সড়কের স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাইড দিতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে পড়ে যায় তাদের ট্রাকটি । এতে ঘটনাস্থলে মারা যায় চালক মফিজুল। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে মফিজুল কে মৃত অবস্থায় উদ্ধার করে। এদিকে ট্রাক চালক মফিজুল এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এই ঘটনায় সামান্য আহত হয়েছে হেলপার মামুন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।