গরম উপেক্ষা করে জমে উঠেছে খুলনার ঈদ বাজার

245
মোঃ আল আমিন খাঁন, খুলনা ব্যুরো 
তীব্র গরম, এরই মধ্যে খুলনার ঈদ বাজারের কেনাকাটা জমে উঠতে শুরু করেছে। ঈদের এখনও বেশ কিছুদিন বাকি থাকলেও ক্রেতারা বসে নেই। যারা আগেভাগে কেনাকাটা করতে চান তারাই মার্কেটে যাচ্ছেন। মহানগরীর নিউ মার্কেট, কাপড়ের মার্কেটগুলোয়  দিন দিন ভিড় বাড়ছে। পোশাক, কসমেটিক্স এবং জুতার দোকানগুলোও বেচা-বিক্রি বাড়ছে সমান তালে। বিক্রেতারা বলছেন, ঈদ যতই ঘনিয়ে আসবে, বেচাবিক্রিও বাড়বে।গরম উপেক্ষা করে কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রেতারা। ফলে জমছে ঈদ বাজার। ঈদে নতুন পোশাক কিনতে হবে। তবে তীব্র গরমের কারণে টিস্যু কাপড় এবং সুইচ কটোনের পোশাকের চাহিদা বেশি। দোকানদারেরা জানান,  প্রতিটা দোকানে এবার ভালো কালেকশন এসেছে। জামা কিনতে গেলে প্রত্যেকটাই পছন্দ হয়। চাকরিজীবীদের কাছে বোনাসের টাকা আসলে বেচাকেনা আরও বাড়বে। তবে এখন বেচাকেনা কম নয়।