ভোমরায় সরকারী হাসপাতাল আছে,রোগী আছে ডাক্তার নেই

547

বদরুজ্জমান খোকা, জেলা প্রতিনিধি (সাতক্ষীরা)

সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী ভোমরা স্থল বন্দরের পাশে অবস্থিত ১০ শর্য্য বিশিষ্ট মা ও শিশু কল্যান হাসপাতাল। সরকারী ভাবে এই হাসপাতাল হওয়ার ফলে মানুষের মন তৃপ্তিতে ভরে উঠে। মানষ যখন তখন অতি সহজেই স্বাস্থ সেবা পাবে মনে করেছিল। কিন্তু রোগীরা দিনের পর দিন হাসপাতালে যেয়ে যখন ডাক্তারের দেখা না পেয়ে হতাস হয়ে ফিরে আসে। তবুও রোগীরা সরকারী স্বাস্থ সেবা পাবার আসায় প্রখর রোদ্র উপেক্ষা করে ভোমরা সরকারী মা ও শিশু কল্যান হাসপাতালে যায়। কিন্তু এক বুক হতাশা নিয়ে কোন সেবা না পেয়ে রোগীরা ফিরে আসে নিজ গৃহে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা মানুষকে সেবা দেওয়ার জন্য বিভিন্ন প্রকার সেবা মুলক প্রতিষ্ঠান করলেও কোন এক অজানা কারনে সে সেবা থেকে জনগন বঞ্চিত হচ্ছে। অতচ মানুষ সামান্য সেবা পাবার মৌলিক অধিকার থাকলেও সে সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিনা মুল্যে ঔষধ বিতরণের কথা থাকলেও তা যথাযথ ভাবে বিতরণ করা হয় না। এই কারনে সরকারী হাসপাতালের প্রতি আস্থা সাধারণ ও গরীব রোগীদের হারিয়ে যাচ্ছে। তাই ভোমরা সরকারী মা ও শিশু কল্যান হাসপাতালে যাতে মানুষ সেবা পেতে পারে সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকার্ষন করেছেন এলাকা সাধারণ জনগন ও সচেতন মহল।