সংসদে যাচ্ছেন বিএনপির রুমিন ফারহানা

393

মঙ্গলবার (২১ মে) দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে আসেন ব্যারিস্টার রুমিন ফারহানা। পরে তার মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। ২৮ মে’র পরে তার নামে গেজেট প্রকাশ করা হবে বলে জানায় রিটার্নিং কর্মকর্তা।

এর আগে সকাল সাড়ে এগারোটায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে রুমিন ফারহানা বলেন, সংসদে গিয়ে বেগম জিয়ার মুক্তির দাবি, সরকারের নানা অনিয়ম তুলে ধরবেন তিনি।