খুলনার স্টার জুট মিলে আগুন, নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

413

মামুন মোল্যা, জেলা প্রতিনিধি, খুলনা।

বিজেএমসি নিয়ন্ত্রিত খুলনার দিঘলিয়া উপজেলার রাষ্ট্রায়ত্ত স্টার জুট মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস এর সাতটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, রাত সোয়া দশটার দিকে দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামে অবস্থিত স্টার জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বয়রা, দৌলতপুর, খালিশপুর ও রিভার ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে এগারোটায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্টার জুট মিলস্  প্রকল্প প্রধান  জানান, আগুন লাগার সময় মিলের উৎপাদন বন্ধ ছিল। ফলে কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাটের উচ্ছিষ্ট অংশে প্রথমে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।