খুলনার রুপসায় ৬ টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা 

313
 খুলনা ব্যুরো
শনিবার খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে খুলনা মহানগর এলাকায় মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি, বিভিন্ন অপরাধে ০৬ টি প্রতিষ্ঠানকে মোট ১৫,০০০ হাজার টাকা জরিমানা করা হয়। রূপসা বাজার এলাকায় তদারকি করে  বিদেশী কসমেটিকসে আমদানিকারক বা উৎপাদনকারী কর্তৃক মূল্য উল্লেখ না থাকায় সিটি বাজার, আজিম কসমেটিকস, জান্নাত কসমেটিকস, অনন্যা অহনা কসমেটিকসকে যথাক্রমে ৫,০০০, ৫,০০০, ১,০০০,ও ২,০০০ টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রশাসনিক ব্যাবস্থায় জরিমানা করা হয়। এছাড়া নতুন বাজারে  মাংশের দোকানে মূল্য তালিকা না থাকায় মনসুর মিট শপ ও মায়ের দেকান মিট শপকে যতাক্রমে ১,০০০ ও ১,০০০ টাকা  প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। রূপসা বাজার ও নতুন বাজারে সরোজমিনে তদারকি করে মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ কোন পন্য পাওয়া যায় নি। এ অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। এছাড়া মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ কোন পন্য ক্রয় বিক্রয় করা হতে বিরত থাকতে ক্রেতা বিক্রেতাদের অনুরোধ  করাসহ  সচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট , প্যামপ্লেট বিতরণ করা হয়। এই পরিদর্শন মূলক বাজার অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরমনি খুলনা, ও ক্যাব খুলনা প্রতিনিধি। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়