নির্বাচিত হলে তালতলীকে মডেল উপজেলা করব : রেজবী উল আলম জমাদ্দার

269

আসন্ন পঞ্চম উপজেলা নির্বাচনে সকলের নিকট দোয়া চেয়ে ব্যস্ত সময় পার করছেন বরগুনার তালতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজবী উল আলম জমাদ্দার। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে বরগুনার তালতলী উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

একান্ত সাক্ষাৎকারে তিনি cintv24 কে বলেন, আমাদের এই এলাকা উপকূলীয় এলাকা। এই এলাকার মানুষ বর্তমানে নানবিধ সমস্যায় জর্জরিত যার মধ্যে উল্লেখযোগ্য হল সুপেয় খাবার পানির সংকট, উন্নত যোগাযোগের জন্য পাকা রাস্তার অভাব এবং চিকিৎসার জন্য পর্যাপ্ত কমিউনিটি ক্লিনিকের অভাব। রয়েছে দুর্যোগ মোকাবেলার জন্য পর্যাপ্ত সাইক্লোন শেল্টার এর অভাব।  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, গ্রাম হবে শহর, থাকবে না কোন ব্যবধান। সেই লক্ষ্য বাস্তবায়নে আমি কাজ করে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সেই ঐতিহ্যবাহী নৌকা প্রতিক দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পাঠিয়েছেন। আমি আশা করি আগামী ১৮ ই জুন এই তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে জনগন সেই ঐতিহ্যের প্রতিক এ ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবে। আমি নির্বাচিত হয়ে এই তালতলী উপজেলকে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি মডেল উপজেলায় পরিনত করব ইনশাল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন।