খুলনায় রয়েল মোড়ে ৩টি বাস কাউন্টারে মোবাইল কোর্ট পরিচালনা

230
খুলনা ব্যুরো
রবিবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় এবং জেলা কার্যালয়ের সমন্বয়ে আজ দুটি পরিদর্শনমূলক বাজার অভিযান পরিচালিত হয়। বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হাসানের এর নেতৃত্বে পরিচালিত অভিযানে  রয়েল মোড় এলাকায় ইমাদ পরিবহনকে মূল্য তালিকা না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ২,০০০ টাকা  জরিমানা আদায় করা হয়। অন্যদিকে খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে রয়েল মোড়, এলাকায় সকল বাস কাউন্টার তদারকি করে মূল্য তালিকা প্রদর্শন না করায় ফাল্গুণী পরিবহন ও বনফুল পরিবহনকে যথাক্রমে ২,০০০ ও ২,০০০ টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।  সচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট , প্যামপ্লেট বিতরণ করা হয় এবং ব্যবসায়িদের মূল্যতালিকা প্রদর্শন করার জন্য অনুরোধ জানানো হয়। অভিযানে সর্বমোট ৬,০০০টাকা আদায় করা হয়। এই পরিদর্শন মূলক বাজার অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরোমনি, ও খুলনা ক্যাব। ভবিষ্যতে জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।