বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটির খুলনা বিভাগীয় কমিটির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

274

ব্যুুরো চীফ্ (খুলনা)

বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটির খুলনা বিভাগীয় সভার উদ্দ্যাগে “নির্মল পরিবেশ, মানসম্মত পণ্য, সুস্থ পরিসেবা এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রোববার বিকাল ৫টায় খুলনার দৌলতপুর খাজনা পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংস্থার খুলনা বিভাগ এর সাধারন সম্পাদক মোঃ শাহাদাত হোসেন শাওন এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের  এডিসি এ এম কামরুল ইসলাম, দৈনিক সময়ের খবর পত্রিকার সাব-এডিটর মোঃ সাইফুল ইসলাম বাবলু ।

শুভেচছা বক্তব্য রাখেন বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটির খুলনা  জেলা কমিটির সভাপতি  আব্দুল কাইয়ূম খান, সহ-সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম নবী, মোঃ শরীফ হোসেন মোল্ল্যা।  প্রধান আলোচক ছিলেন খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিআইএন টিভি২৪ সম্পাদক মো. আবু হামজা বাঁধন, তরঙ্গ টিভির পরিচালক শেখ মনির হোসেন, মোঃ ইবাদ মোড়ল, সাংগঠনিক সম্পাদক আসক খুলনা বিভাগ সহ সামজিক, নাগরিক, সাংবাদিক সহ অনন্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এড. আইয়ুব হোসেন।

উল্লেখ্য, বক্তারা ভোক্তা অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে ক্রেতা ও বিক্রেতাদের সহযোগিতা জন্য আহবান করা হয়। সেই সাথে বিএসটিআই’র ভূঁয়া লগো ব্যবহার করে কোন প্রতিষ্ঠান তাদের ব্যবসা পরিচালনা করলে তাদের কে ধরিয়ে দেওয়ার জন্য আহবান জানান।

সভায় সমাপনি বক্তব্য রাখেন বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটির খুলনা বিভাগীয় সংস্থার  সাধারন সম্পাদক ও আইন সহায়তা (কেন্দ্র আসক) এর খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ শাহাদাত হোসেন শাওন।