খালিশপুরে ৩ টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা

330
খুলনা ব্যুরো 
মঙ্গলবার, বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে খুলনা মহানগর এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। খালিশপুর এলাকায়
তদারকি করে বিদেশী কসমেটিকসে আমদানিকারক বা উৎপাদনকারী কর্তৃক মূল্য উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রশাসনিক ব্যাবস্থায় তানভির
ভ্যারাইটিজকে ১,০০০ টাকা, মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ এসিআই লবন সংরক্ষণ করায় পিনু স্টোরকে ৩,০০০ জরিমানাসহ ১৫ কেজি লবন বিনস্ট করা হয়,এবং ইব্রাহিম স্টোরকে মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ সান চিপস (টমেটো ট্যাংঙ্গো) সংরক্ষণ করায় ১,০০০ টাকা জরিমানাসহ ১৫ প্যাকেট চিপস বিনস্ট করা হয়। এই পরিদর্শন মূলক বাজার অভিযানে সার্বিক সহায়তা করেন আনসার সদস্য মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সবাই কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।