খুলনা টুটপাড়ায় ৪ টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা

204
খুলনা ব্যুরো
গত ৩০ মে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে খুলনা মহানগর এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। টুটপাড়া মেইন রোড এলাকায় তদারকি করে  মূল্য বিহীন ঔষুধ রাখায় চয়নিকা ফার্মেসীকে ৫,০০০টাকা , বৈধ কাগজ পত্র ছাড়া আইসক্রিম তৈরি করায় ইভা সুপার আইসক্রিমকে ১০,০০০টাকা  জরিমানাসহ সাময়িক বন্ধের আদেশ দেয়া হয়,অন্যদিকে বৈধ লাইসেন্স ছাড়া সিলিন্ডার গ্যাস বিক্রয় করায় মনির স্টোরকে ১,০০০টাকা  মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ এসিআই লবন সংরক্ষনের জন্য বড় বাজারে মদিনা এন্টারপ্রাইজকে ৪,০০০ জরিমানা সহ ৭৫ কেজি এসিআই লবন জব্দ ও বিনস্ট করা হয়। এছাড়া মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ এসিআই লবন সংরক্ষনের জন্য বড় বাজারে প্রদিপ স্টোরের (ডিলার) প্রায় ১২৫০০ কেজি বা ১২.৫ টন এসিআই লবন জব্দ ও বিনস্ট করা হয়। এই পরিদর্শন মূলক বাজার অভিযানে সার্বিক সহায়তা করেন আনসার সদস্য, খুলনা। এবং ভবিষ্যতে জন্য কঠোর হুশিয়ারী দেওয়া হয় জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।