ঢাবি ছাত্রলীগের সদ্য কমিটিতে পদ লাভ করায় এনামুল হককে শুভেচ্ছা জানিয়েছেন হোগলাবুনিয়া কল্যান ফাউন্ডেশন

364
ডেক্স রিপোর্ট :
সদ্য ঢাবি ছাত্রলীগ ঘোষিত কমিটিতে পদ লাভ করেছেন ছাত্রলীগের জন্য নিবেদিত প্রাণ, মোরেলগঞ্জের সন্তান মোঃ এনামুল হক এনাম।
মোঃ এনামুল হক এনাম এর পূর্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাগেরহাট-৩ আসনের দায়িত্ব পালন করেন। এছাড়া “মোরেলগনজ ছাত্র কল্যান সমিতি’’র সভাপতি, “ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাব ” এর সহ সভাপতি ছিলেন। মেঠোসুর বাংলাদেশ টেলিভিশনের একজন লোকসংগীত শিল্পী। পরবর্তী সময়ে ঢাকা ইউনিভার্সিটি ডিভেটিং সোসাইটি এর সহ সভাপতি ছিলেন। আমেরিকা থেকে পরিচালিত নেক্সটজেনারেষন লিডারশিপ একাডেমি”র একজন সদস্য। বর্তমানে তিনি দি মাদার অব হিউমানিটি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্মাদকের দায়িত্ব পালন করছেন।
তার পদ পাওয়ায় তার এলাকার সংগঠন হোগলাবুনিয়া কল্যান ফাউন্ডেশন বিবৃতির মাধ্যমে শুভেচ্ছা জানায়। বিবৃতিদাতারা হলো সংগঠনের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, সদস্য সাইফুজ্জামান জিয়ন, মোঃ নাইম, সিফাতুল্লাহ নাইম, নাজিম শেখ, মিজানুর রহমান, জামালউদ্দিন প্রমুখ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুভাকাঙ্খীরা ফেসবুক জুড়ে অনেকেই তাকে নিয়ে বিভিন্নধরনের উচ্ছ্বাসমুলক স্টাটাস দিয়েছেন। বিমান বন্দরের একজন কাস্টমস অফিসার (এনামের বন্ধু) তার ফেসবুক পেইজে লিখেছেন অভিনন্দন বন্ধু ছাত্রলীগই উপকৃত হবে তোমাকে অফিসিয়ালি পেয়ে। একজন সাধারণ এনামই অন্যের উপকারে নিজের সব ভুলে যায়, এই এনাম নিশ্চয়ই আরো বেশি মানুষের আরো বেশি পাশে দাঁড়াবে। উল্লেখ্য, মোরেলগনজ ছাত্র কল্যানের সভাপতি থাকার সুবাদে সে মোরেলগনজ থেকে আসা ছাত্র ছাত্রীদের বিভিন্ন সুযোগে সুবিধার ব্যবস্হা করেছেন।অনেককে টিউশনির ব্যবস্হা, পার্টি-টাইম চাকরী ও থাকার ব্যবস্থা করেছেন। এছাড়া অত্র এলাকাসহ বিভিন্ন অসহায় রোগীকে রক্ত দেয়াসহ পাাশে দাড়িয়েছেন। এবং বিভিন্ন ধরনের সেবামুলক কাজ করে যাচ্ছেন। এনামুল হক এনাম বঙ্গবন্ধুর অদর্শকে ধারন করে দেশনেত্রী শেখ হাসিনার শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। সবার সুখে দঃখে পাশে থাকতে চান। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি শোভন ও সা. সম্পাদক রাব্বানি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য মোঃ এনামুল হক এনামের বাড়ি উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের পাঠামারা গ্রামে। তার বাবা আব্দুল জব্বার মল্লিক মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। মা একজন গৃহিণী। তার বাবা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের “কমিটি নির্বাচনী সংসদ” এর কার্যকরী সদস্য।