পবিত্র লাইলাতুল কদর পালিত

208

 অধিক সওয়াবের আশায় ও গুনাহ মাফের জন্য রাত জেগে নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আসকারের মধ্য দিয়ে গতকাল শনিবার লাইলাতুল কদর পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। অনেকে কবরস্থানে গিয়ে প্রয়াত মা-বাবা, আত্মীয়স্বজনের কবর জিয়ারত করে তাঁদের আত্মার শান্তির জন্য দোয়া করেছেন।

মসজিদের পাশাপাশি অনেকে বাসায় রাত জেগে মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ইবাদত–বন্দেগিতে মশগুল ছিলেন। শবে কদর সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। এই রাতের ইবাদত হাজার রাতের ইবাদতের চেয়ে উত্তম। এ রাতেই মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন নাজিল হয়। শবে কদরের রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরা অবতীর্ণ হয়।