অনির্বাচিত সরকারের বাজেট দেয়ার নৈতিক অধিকার নেই : আমীর খসরু

192

অনির্বাচিত সরকারের বাজেট দেয়ার কোনো নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে বাজেট প্রস্তাবের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গতকাল বনানীর নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র অনির্বাচিত সংসদ বহাল রয়েছে বাংলাদেশে। অনির্বাচিত সরকার এই বাজেটটা দিয়েছে। এই অনির্বাচিত সরকারের বাজেট দেয়ার নৈতিক অধিকার নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা জনগণের কাছে দায়বদ্ধও নয়। যখন কোনো সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় না তখন জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতাও থাকে না।

সুতরাং তাদের কাছে সুশাসন প্রত্যাশা করাও কঠিন। কারণ জবাবদিহিতা না থাকলে, জনগণের আস্থা না থাকলে, সুশাসন থাকে না। আর সুশাসন না থাকলে কোনো অর্থনীতিই সঠিক পথে চলতে পারেনা। বাংলাদেশের প্রেক্ষাপট আজকে তাই। কারণ বাংলাদেশে সুশাসন অনুপস্থিত, গণতন্ত্র অনুপস্থিত। তিনি বলেন, যেহেতু একটি অনির্বাচিত সরকার ক্ষমতায়। জনগণের কাছে তাদের জবাবদিহিতা নেই।