সাতক্ষীরা তলুইগাছা সীমান্তে বিলেতি কুকুর আটক

394

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের তলুইগাছা সীমান্তে ৫টি বিলেতি কুকুরের বাচ্ছা আটক করে তলুইগাছা বিজিবি। তলুইগাছা বিওপির ৫শত গজ দক্ষিনে উত্তর তলুইগাছা মৃত আজগার আলীর ছেলে তবিবুর রহমানের ঘরের পিছন হতে এই ৫টি বিদেশী কুকুর আটক করে।

মঙ্গলবার সকাল ১০টার সময় ভারত হতে তলুইগাছার কামার বাড়ি নামক স্থান দিয়ে বাংলাদেশে আসার সময় গোপন সংবাদের ভিক্তিতে তলুইগাছা বিজিবি আগে থেকে উৎপেতে থাকে। এসময় উত্তর তলুইগাছা গ্রামের মৃত কাশেম সরদারের পুত্র ইয়ারুল ইসলাম মোটর সাইকেল যোগে একটি বড় বাজার করা ব্যাগের ভিতরে করে বিলেতি কুকুরের বাচ্ছা আনার সময় তলুইগাছা তবিবরের ঘরের পিছনে আসলে ব্যাগটি ছিড়ে পড়ে গেলে কুকুরের বাচ্ছা গুলো আসে। এসময় ধীরে ধীরে ঐখানে স্থানীয় লোক ভীড় জমাতে শুরু করে। এই সংবাদ তলুইগাছা বিওিপিতে জানতে পারলে তলুইগাছা বিজিবির নায়েক সুবেদার কামরুল ইসলাম তার সঙ্গীয়র্ফোস নিয়ে কুকুর গুলো আটক করে।
এবিষয়ে তলুইগাছা বিজিবির নায়েক সুবেদার কামরুল ইসলামরে কাছে জানতে চাইলে তিনি বলেন, আগেই আমাদের কাছে ফোন এসেছিল তার পরিপ্রেক্ষিতে আমারা চেষ্টা করতে থাকি। কিন্ত তার আগেই স্থানীয় লোকের হাতে বিলেতি কুকুর গুলো আটকে পড়ে । আমরা আমাদের নিয়ম অনুসারে ব্যাগটি না খুলে আমাদের হেডকোয়াটার সাতক্ষীরা প্রেরণ করেছি।