খুলনায় নির্বাচন ডিউটি কালে পুলিশ কর্মকর্তা নাজমুলের পিস্তল খোয়া, গ্রেফতার ২

236
খুলনা অফিস
 মঙ্গলবার দুপুর ২ টার সময় খুলনার ডুমুরিয়া উপজেলার বানিয়াখালি এলাকায় উপজেলা নির্বাচনের ডিউটি করার সময় দিঘলিয়া থানার সহকারী উপ পরিদর্শক(এএসআই) নাজমুল হকের পিস্তল ও ১২ রাউন্ড গুলি খোয়া গেছে। পরে এ ঘটনায় নির্বাচনী কেন্দ্র বানিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী সন্দীপ কুমার রাহা ও রাজমিস্ত্রির হেলপার বুলবুল খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডুমুরিয়া থানা পুলিশ। খবর পেয়ে জেলার পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, দিঘলিয়া থানার এএসআই নাজমুল হক স্ট্রাইকিং ফোর্স হিসেবে ডুমুরিয়া উপজেলার বানিয়াখালি এলাকায় ডিউটিতে যান। তিনি তার পিস্তল ও ১২ রাউন্ড গুলি বানিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ব্যাগের মধ্যে রেখে বাইরে যান। কিছু সময় পর ফিরে আর অস্ত্রটি পাননি। স্কুলের দপ্তরীসহ দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ডুমুরিয়া থানার ওসি আরও বলেন, অস্ত্র খোয়া যাওয়ার ঘটনায় এএসআই নাজমুল হককে সাসপেন্ড করা হচ্ছে।