গ্রাম হবে শহর’ তা এই সরকারের মাধ্যমেই বাস্তবায়িত হবে : চেয়ারম্যান রফিকুল ইসলাম

295

 জুয়েল ডি সানি/ আরিফুর রহমান সেতু

সৃষ্টিশীল কল্যানমূলক কাজ সবাই করতে পারে না তন্মধ্যে কেউ না কেউ এ কাজ আমৃত্যু কাজ করার বাসনা নিয়ে এ সংগ্রাম মুখর জীবন উপভোগ করে যায়। মানুষের কল্যানের চিন্তায় বিভোর একটি সত্ত্বা প্রতিনিয়ত এভাবেই মানুষের জন্য কিছু করার জন্য ব্যাকুল থাকে। তার নিষ্ঠা ধ্যান ধারণা এর একাগ্রতার ফলে তিনি একসময় সুনির্দিষ্ট লক্ষ্যে পৌছতে পেরেছেন। মানুষের অগাধ ভালবাসা শ্রদ্ধা পেয়েছেন আর একই সাথে জনপ্রিয়তার উচ্চ শিখরে আহরন করতে পেরেছেন রফিকুল ইসলাম( রফিক মাস্টার)।

তিনি বর্তমানে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং জাজিরা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একান্ত সাক্ষাৎকারে সি আই এন টিভি২৪ কে বলেন, ছাত্রজীবন থেকেই আমার সাধারন মানুষের জন্য কিছু করার প্রত্যাশা ছিল। বিভিন্ন সময়ে যখন দেখতাম সাধারন খেটে খাওয়া মানুষ নির্যাতিত নিপীড়িত হচ্ছে তখনই আমার মনে পরিকল্পনা আসে যে তাদের জন্য কিছু করতে হবে। সেই দায়বদ্ধতা থেকেই জনসেবার কাজে সম্পৃক্ত হওয়া।এই সময়ে অনেক উন্নয়ন ঘটেছে। রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ সহ অনেক উন্নয়ন হয়েছে। তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তিনি আমাদের নিয়ে ভাবেন এবং গরীব দুঃখী অসহায় সাধারন মানুষের মানুষের পাশে দাঁড়ান।
‘গ্রাম হবে শহর’ আওয়ামীলীগের ইশতেহার সম্পর্কে তিনি বলেন, অবশ্যই এই ইশ্তেহার বাস্তবায়ন হবে। এখন গ্রামের প্রতিটি এলাকায় পাকা রাস্তা সোলার লাইট স্থাপন, ঘরে ঘরে বিদ্যুৎ, হাতের নাগালে চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিক সহ নানবিধ নাগরিক সুবিধা যা এখন মানুষ গ্রামে বসেই পাচ্ছে। অচিরেই এই সরকারের মাধ্যমে বাস্তবায়িত হবে ‘গ্রাম হবে শহর’ যা আমাদের জননেত্রী শেখ হাসিনার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষণা করেছিলেন। তাই সেই ধারা আগামিতে এই জাজিরা উপজেলা এবং আমার এই সদর ইউনিয়ন এর বাসিন্দারাও সেই সুবিধা পাবেন । ২০২১ সালের মধ্যেই আমরা এই সদর ইউনিয়নকে একটি শহুরে নাগরিক সুবিধাযুক্ত এলাকায় গড়ে তুলব ইনশাল্লাহ।