বাদামতলা চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা তারিফের বিরুদ্ধে মানবন্ধন

270

খুলনার বিএনএসবি চক্ষুহাসপাতালের এ্যাডমিনিষ্ট্রেটর মাহমুদুল হাসান তারিফের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের দাবীতে বুধবার সকাল ১০ টায় হাসপাতালের মূল ফটকের সামনে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন গত ১০জুন ফেন্সিডিলসহ খুলনার বিএনএসবি চক্ষুহাসপাতালের এ্যাডমিনিষ্ট্রেটর মাহমুদুল হাসান তারিফ অভয়নগর থানা পুলিশের হাতে আটক হয়, প্রতিষ্ঠানের ডাক্তার, কর্মকর্তা,কর্মচারী ও এলাকাবাসী তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা গ্রহনের দাবী জানালেও কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোন ব্যাবস্থা নেয়ায় উদ্যোগ গ্রহন করেনি। মানববন্ধনে বক্তারা আগামী ৪৮ঘন্টার মধ্যে এ্যাডমিনিষ্ট্রেটর মাহমুদুল হাসান তারিফের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা গ্রহনের দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, জাতীয় শ্রমিক লীগ খুলনা উত্তর সভাপতি ও প্রবীন সাংবাদিক আলহাজ্ব শেখ আনসার আলী, খুলনা মহানগর সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, যোগীপোল ইউপি সদস্য শাহ মোঃ নূরুল ইসলাম, মোড়ল মুজিবর রহমান, আব্দুল হক নাহিদ, আল আমিন ফকির আহসান হাবিব দুলু, ফারুক হোসেন সদ্দার, মোঃ ইব্রাহীম, বেলায়েত খান, সেকেন্দার আলীসহ এলাকাবাসী ।