কাটাখালী হাইওয়ে পুলিশের ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

264

বাদশা আলম,ফকিরহাট থানা প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে নিরাপদ সড়ক চাই, সুষ্ঠু ভাবে গন্তব্যে যাই, জনতাই পুলিশ, পুলিশই জনতা। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ওপেন হাউজ-ডে অনুষ্ঠান  শুক্রবার বিকালে থানা ভবনে অনুষ্ঠিত হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ও উপ-পুলিশ পরিদর্শক মলয়েন্দুনাথ রায় এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ মিরাজ হোসেন, সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, লাইন সম্পাদক মোঃ আজিজুল হক বাচ্চু, রুপসা বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির প্রতিনিধি শোভন কুমার দাশ, প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান, লখপুর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শেখ আহম্মদ আলী, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রাজু আহম্মেদ, সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কার্যকারী সদস্য মোঃ হারুনার রশিদ, মহিষপুরা বাস মিনিবাস মালিক সমিতির কোষাধক্ষ স্বপন কুমার দাশ, ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের আহবায়ক শেখ ফারুক হোসেন, সদস্য সচিব মোঃ সিহাব উদ্দিন রুবেল, সিনিয়র সাংবাদিক পি কে অলোক, এইচএম নাসির উদ্দিন,বাদশা আলম, খুলনা রিপোর্টাস ক্লাবের সভাপতি বিএম রাকিব হাসান, আলমগীর হোসেন, মেহেদী হাসান , ডাঃ আল মামুন, হাবিবুর রহমান প্রমুখ।

সভায় সড়ক দুর্ঘটনা রোধ কল্পে ব্যাবস্থা গ্রহন, যেখানে সেখানে গাড়ী পার্কিং না করা, ট্রাফিক ব্যবস্থা গ্রহন, চুরি ডাকাতী প্রতিরোধ,মহাসড়কের উপর হাটবাজার বসা বন্ধ,সমস্ত যানবাহনের গতি নিয়ন্ত্রন রেখে চলাচল বিষয় ও সাইড সোল্ডার পুনঃ সংস্কার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় শ্রমিকনেতা জনপ্রতিনিধি সাংবাদিক সমাজসেবক সহ সুশীল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।