অবসরে যাচ্ছেন না ক্যাপ্টেন মাশরাফি

206

এবারের নিজের শেষ বিশ্বকাপ বলে পরিবারের সবাইকে নিয়ে গেছেন ইংল্যান্ডে। মাশরাফি চান নিজের শেষ বিশ্বকাপে পারিবারের সবাই সাক্ষ্যি হয়ে থাকুক। ইংল্যান্ড বিশ্বকাপই মাশরাফি বিন মর্তুজার শেষ বিশ্বকাপ। তবে শেষ বিশ্বকাপ হলেও খেলা ছাড়ছেন না ‘ক্যাপ্টেন ফ্যানটাস্টিক’ মাশরাফি। খেলা চালিয়ে যাবেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখনই খেলা ছাড়ছি না। আমি আরো খেলবো। বোর্ড থেকে কোনো নির্দেশনা এলে আলাদা কথা। তবে ব্যাক্তিগত ভাবে আমার আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের চিন্তা নেই।’

এ নিয়ে মাশরাফি বলেন, ‘বিশ্বকাপ আর খেলবো না । এটা তো বলেই দিয়েছি। সে জন্যই চেয়েছি পরিবারের সবাই আসুক, খেলা দেখুক।’

বিশ্বকাপ শুরুর আগেই জানিয়েছেন এটাই তার শেষ বিশ্বকাপ তবে, এটাই শেষ খেলা নয়।  আন্তর্জাতিক ক্রিকেটে আরো খেলা কথা জানিয়েছেন ৩৬ বছর বয়সী এই টাইগার পেসার। আর বিশ্বকাপের মধ্যে অবসর নিয়ে ভাবতে চান না তিনি। মাশরাফি বলেন, ‘আমি আরো খেলবো, এটা ঠিক। আর বিশ্বকাপের মধ্যে একম কিছু করতে চাই না। যাতে পুরো দলের মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি চাই বিশ্বকাপটা সবাই নিজের মতো করে খেলুক। এখানে অন্য কিছু না আসুক।’

মাশরাফি অবসরের পর টাইগারদের অধিনায়ক কে  হবে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। আর অধিনায়কের দৌড়ে সাকিব আল হাসানকেই এগিয়ে রাখছেন মাশরাফি। ওয়ানডে ভবিষ্যৎ নেতা হিসেবে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকেই  দেখছেন তিনি। এ নিয়ে মাশরাফি বলেন, ‘সামনে সাকিব অধিনায়ক হচ্ছে। সৌজন্যে : মানবজমিন