সাতক্ষীরায় বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল খেলা অনুষ্ঠিত

318

জেলা প্রতিনিধি (সাতক্ষীরা)

সাতক্ষীরা সদর উপজেলায় বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০শে জুন সকাল ১০ ঘটিকার সময় সাতানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হলে তিনি বলেন ৪টি ইউনিয়ন নিয়ে এই খেলার আয়োজন করা হয়েেেছ। বাঁশদহা ইউনিয়নের গড়িয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা এবং কাজিপাড়া বিদ্যালয়ের বালক। কুশখালী ইউনিয়নের উত্তর কুশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা,আড়ুয়াখালীর বালক। বৈকারী ইউনিয়নের কাথন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক,বৈকারী বিদ্যালয়ের বালিকা। আগরদাঁড়ী ইউনিয়নের চুপড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক,ইন্দিড়িয়া বিদ্যালয়ের বালিকারা খেলায় অংশ গ্রহন করেন। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সন্তষ কুমার,শিক্ষক সমিতির সহ-সভাপতি আব্দুস সবুর,প্রধান শিক্ষক আবু বক্কর, সহকারী শিক্ষক আজাদ,সিরাজুল,নজরুল ইসলাম বাবু,শাহাজান আলী প্রমুখ। রেফারির শেষ বাঁশি বাজার আগে উত্তর কুশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় এর বালিকা-৩-০ গোলেবিজয়ী হয়ে চার ইউনিয়নের চাম্পিয়ান হয়। এবং চুপড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক-২-০,গোলে বিজয়ী হয়ে চাস্পিয়ান হয়। খেলায় মাঠ পরিচালনা করেন মনিরুজ্জামান (মনি) সাতক্ষীরা জেলা ক্রিয়া সংস্থার রেফারি। বিজয়ী দল আগামীতে সাতক্ষীরা স্টিডিয়ামে খেলায় অংশ গ্রহন করবে বলে জানা যায়।