খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ টি প্রতিষ্ঠানে জরিমানা   

193
 খুলনা ব্যুরো :
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে খুলনা মহানগর এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় কাগজীবাড়ি কয়লাঘাটা  রোড এলাকায় তদারকি করে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট, পাউরুটি তৈরি, মেয়াদ বিহীন ফ্লেভার ব্যাবহার করায় সততা বেকারী, টিটি ফুড, বিউটি বেকারী, আসলাম বেকারী, মাসুদ বেকারী, রিদোয়ান বেকারীকে যথাক্রমে ৫,০০০ ৩,০০০,৫,০০০,২,০০০, ২,০০০,৩,০০০ টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের
বিভিন্ন অপরাধে ০৬ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ২০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতন করতে স্থানীয় ব্যাবসায়িদের নিয়ে মতবিনিময় সভা করা হয়। এ অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। এছাড়া মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ কোন পন্য ক্রয়/বিক্রয় করা হতে বিরত থাকতে ক্রেতা বিক্রেতাদের অনুরোধ  করাসহ  সচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট , প্যামপ্লেট বিতরণ করা হয়। অভিযানে সর্বমোট আদায়কৃত জরিমানার পরিমাণ ২০,০০০ ( বিশ হাজার) টাকা। এই পরিদর্শন মূলক বাজার অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরমনি খুলনা, ও ক্যাব খুলনা প্রতিনিধি ।জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানা যায়।