খুলনার লবণচড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা 

242
খুলনা ব্যুরো 
মঙ্গলবার সকালে খুলনার লবণচড়া এলাকায়  মোবাইল কোর্ট পরিচালিত হয়। খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ হেলাল হোসেন মহোদয়ের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন খুলনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান । অভিযানে উপস্থিত ছিলেন কে এম পি এর উপ পুলিশ কমিশনার (ট্রাফিক), অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক), জনাব মোঃ কামরুল ইসলাম  ও BRTA এর উপ পরিচালক মোঃ জিয়াউর রহমান , মোটরযান পরিদর্শক জনাব জহির উদ্দিন বাবর। অভিযান চলাকালে বিভিন্ন অনিয়ম ও অপরাধে “মোটরযান অধ্যাদেশ-  ১৯৮৩” আইনে ১০ জনকে মোট ৬,৩০০( ছয় হাজার তিনশত টাকা) জরিমানা প্রদান করা হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে, হাইড্রলিক হর্ণ অপসারণে, নিয়ম মেনে গাড়ি চালানোতে উৎসাহ প্রদানে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানা যায়।