বৃষ্টি হতে পারে আরো দুই তিনদিন

168

আগামী দু-তিন দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাছাড়া আষাঢ় মাস হওয়ায় পুরো জুলাই মাসে বৃষ্টিপাত হবে। শুক্রবার (১২ জুলাই) দুপুর দুটা পর্যন্ত ঢাকায় ৪৯মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম ও উত্তরের বিভাগগুলোতে এর পরিমাণ ১০০ মিলিমিটার। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ১৯০ মিলি মিটার। উজানে ঢল না কমলে এবং বৃষ্টিপাত হলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, বৃষ্টিপাত আরো দুই থেকে তিন দিন থাকবে। জুলাই মাস বর্ষা মৌসুম আর আমাদের দেশে এখন মৌসুমি বায়ু চলছে। এই সময়ে বাংলাদেশ সবচেয়ে বেশি বৃষ্টির পরিমাণ রেকর্ড হয়ে থাকে।