খুলনায় মোবাইল কোর্ট পরিচালনায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

197

এম হুসাইন সাব্বির

খুলনা মহানগরীর দৌলতপুরে আজ মোবাইল কোর্টের মাধ্যমে দুইটি রাইস মিল কে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করার পরিবর্তে প্লাস্টিকের মোড়ক ব্যপক হারে ব্যবহার করে তাতে পণ্য মজুদ করা হয়েছিলো। অন্যদিকে নগরীর দৌলতপুরের কাচাবাজারে বাজার দর মনিটরিং করা হয় ও পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য নির্দেশনা ও প্রদান করা হয়। এছাড়া নগরীর রেল স্টেশন এ আজ পাব্লিক প্লেসে ধূমপান করার অপরাধে দুই ব্যক্তি কে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর বিভিন্ন ধারায় অর্থদন্ড দেয়া হয় ও সতর্ক করা হয়।পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ ও ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এ সর্বমোট ৪৮৩০০/আটচল্লিশ হাজার তিনশত টাকা অর্থদণ্ড দেয়া হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন মহোদয়ের নির্দেশনায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কাজী নাহিদ ইভা ও জনাব মোঃ রাকিবুল হাসান। সুন্দর খুলনা গড়তে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।