খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে  বিভিন্ন অপরাধে ০৬ টি প্রতিষ্ঠানকে জরিমানা 

175
খুলনা ব্যুরো 
বৃহস্পতিবার, বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে আজ মহানগর এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। লোয়ার যশোর রোডে আল হেরা শপিং পয়েন্টে হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ রাধুনির জিরা, ধুনিয়ার গুড়া রাখার দায়ে ২,০০০টাকা, গগনবাবু রোডে বিদেশি কসমেটিকস এ মূল্য না থাকায় তৌহিদ স্টোরকে ২,০০০ টাকা, ইছামতি শপিং কর্নারকে ১,০০০ টাকা, রূপসা বাস স্ট্যান্ড রোডে ওয়াসিক এন্টারপ্রাইজকে বৈধ লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রয়ের কারনে ১,০০০ টাকা বিদেশি কসমেটিকস এ মূল্য না থাকায় তুহিন ট্র্রেডার্সকে ২,০০০ টাকা ও টুটপাড়া এলাকায় কসমেটিকস এর মোড়কে মূল্য না থাকায় লাইফকেয়ার সেন্টারকে ২,০০০ টাকা প্রশানসিক ব্যবস্থায় জরিমানা করা হয়। এই পরিদর্শন মূলক বাজার অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরমনি খুলনা, ও ক্যাব খুলনা প্রতিনিধি। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা