শিরোমনি সড়ক দূর্ঘটনায় নিহত ১

276

এম হুসাইন সাব্বির :

খুলনার খানজাহান আলী থানার শিরোমণি মীরবাড়িতে বাসের ধাক্কায় মনিরা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৯টার দিকে খুলনা-যশোর মহাসড়কের মীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনিরা শিরোমনি পূর্ব পাড়া এলাকার মরহুম খান নোয়াব আলীর মেয়ে। স্থানীয়রা জানান, মনিরা বেগম গরুর ঘাস নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। মনিরা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় জনতা গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা খুলনা থেকে যশোরের দিকে যাওয়া সোহাগ পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭০৫) আটক করে রেখেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মনিরা বেগমের চার ছেলে-মেয়ে। মনিরার স্বামী মারা যাওয়ার পর থেকে বাবার বাড়িতে থাকতো। গরু দেখাশোনা করতো। সকালে নাস্তা করে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল সে। ঘাস নিয়ে আসার সময় সোহাগ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, রাস্তা পার হওয়ার সময় সোহাগ পরিবহনের একটি বাস মনিরা বেগমকে ধাক্কা দেয়। এলাকাবাসী জানায়,এক সপ্তাহের ব্যবধনে দুইজন নিহত, অতিদ্রুত এখনে স্পীডব্রেকার নির্মাণের দাবি।