নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করায় দৌলতপুর শামীম হোটেলকে জরিমানা

217
এম হুসাইন সাব্বির
খুলনা মহানগরীর দৌলতপুর মঙ্গলবার (২৩জুলাই) মোবাইল কোর্টের মাধ্যমে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। নগরীর দৌলতপুরে অভিযান চালায় এ সময় খুব পরিচিত হোটেল,দৌলতপুর পুরাতন বেবি ষ্টান্ডের পাশে অবস্থিত শামীম হোটেল”কে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করায় ৩০ হাজার টাকা এবং একই এলাকায় অবস্থিত “আমেনা হোটেল”কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান। খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্য ও বিএসটিআই, খুলনার সদস্য এ অভিযানে অংশ নেয়। সুন্দর খুলনা গড়তে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।